1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় এক মাসে নিহত ২৬০ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

গাজায় দুই বছরের ইসরায়েলি আগ্রাসনের পর যুদ্ধবিরতি কার্যকর হলেও হামলা থামেনি দখলদার বাহিনীর। গত এক মাসে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় নিহত হয়েছেন ২৬০ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ৬৩২ জন। শুধু গাজাই নয়, অধিকৃত পশ্চিম তীরেও অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া, গাজা সিটির পূর্বাংশ এবং দক্ষিণের খান ইউনিসে আবারও বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির পরও ইসরায়েলি আক্রমণে গত এক মাসে শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন।

এদিকে অধিকৃত পশ্চিম তীরে হেবরনের উত্তরাঞ্চল বেইত উমর শহরে দখলদার বাহিনীর গুলিতে কয়েকজন শিশু নিহত হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। আনতাবা শহরে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ ও কয়েকজনকে আটক করার খবরও পাওয়া গেছে। জেরুজালেমেও অভিযান চালিয়ে বহু মানুষকে গুলি করে আহত করে দখলদার সেনারা।

ইসরায়েলি আগ্রাসনের মাঝেই গাজা থেকে আরও এক জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস। সংগঠনটি জানায়, যত দ্রুত সম্ভব জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শেষ করতে তারা কাজ করে যাচ্ছে।

গাজার রাফাহ এলাকায় ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সতর্ক করেছে, শীতকালীন ঝড়ের কারণে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের জন্য ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হতে পারে। তাবু ও ধ্বংসপ্রাপ্ত ঘরে আশ্রয় নেওয়া পরিবারগুলোর বৃষ্টি ও শীত থেকে বাঁচার কোনও ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে।

অন্যদিকে, দুর্নীতি মামলায় ইসরায়েলের প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনার চিঠি পাঠানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি শুধু ক্ষমা পাওয়ার জন্য দোষ স্বীকার করতে রাজি নন বলেও জানিয়েছেন।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!