দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার (১৬ জুন) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, দুর্নীতির একটি মামলার তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করা হয়েছিল। আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে আদেশ দেন।
নিষেধাজ্ঞার আওতায় থাকা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন:
ক্রিকেটার সাকিব আল হাসান
সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের
কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মো. বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম
কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির, ও তানভির নিজাম।
তবে মামলার প্রকৃতি, বিস্তারিত অভিযোগ এবং সাকিবসহ অন্যদের সংশ্লিষ্টতা সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দুদক।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত