1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন

এসএসএফ-এর কাজ সংবেদনশীল ও চ্যালেঞ্জিং, জনসেবার মনোভাবেই দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫

স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের জনসংযোগ ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৮ জুন) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এসএসএফ-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘প্রধান উপদেষ্টার দরবার’ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, অন্যান্য বাহিনীর তুলনায় এসএসএফ-এর দায়িত্ব অধিকতর সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে, ফলে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হলেও এসএসএফ তা দক্ষতার সঙ্গে মোকাবিলা করে যাচ্ছে।

ভিআইপি ফ্লাইট চলাকালে বিমানবন্দরে অন্যান্য ফ্লাইট চলাচল এক ঘণ্টা বন্ধ রাখার বাধ্যবাধকতা তুলে নেওয়ার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ হ্রাস পাবে। সময়ের দাবি হচ্ছে—জনসেবামূলক মনোভাব নিয়ে দায়িত্ব পালন করা।

তিনি আরও আশা প্রকাশ করেন, এসএসএফ নিয়মিত নিরাপত্তা হুমকি পর্যালোচনা করবে এবং অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে। সেই সঙ্গে সব রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এসময় সেনা, নৌ, বিমান, পুলিশ ও আনসার বাহিনী থেকে দক্ষ সদস্য পাঠানোর জন্য সংশ্লিষ্ট বাহিনী প্রধানদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বিশেষভাবে প্রশিক্ষণ সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকেও কৃতজ্ঞতা জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট