1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন

সারাদেশে ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এ বছর সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজার প্রতিমা বিসর্জন সন্ধ্যা ৭টার মধ্যে সম্পন্ন করতে হবে। ঢাকায় এক লাইনে ধারাবাহিকভাবে প্রতিমা বিসর্জন দিতে হবে—কে কখন বিসর্জন দেবে তা নির্ধারিত থাকবে।

তিনি আরও জানান, পূজা উপলক্ষে আশপাশে মেলা বসলেও সেখানে মদ ও গাঁজার আসর বসতে দেওয়া হবে না। এবারে এমন কোনো আয়োজন অনুমোদন করা হবে না।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রতিটি পূজামণ্ডপে ২৪ ঘণ্টা নিরাপত্তার জন্য আনসার সদস্য মোতায়েন থাকবে। সারাদেশে আনসারের সংখ্যা হবে প্রায় তিন লাখ। পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

তিনি জানান, এবার পূজা আয়োজন কমিটি কোনো উদ্বেগ প্রকাশ করেনি। গতবারের মতো এবারও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে বলে আশা করা হচ্ছে।

নিরাপত্তার জন্য বিশেষ অ্যাপস ব্যবহারের ব্যবস্থাও রাখা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে এই অ্যাপসে জানানো যাবে। পাশাপাশি দুষ্কৃতিকারীরা কোনো অশান্তি সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!