হাতিয়ার মেঘনা নদীর মোহনায় ৫০ মণ ইলিশসহ ৩০ জেলেকে আটক করেছে কোষ্টগার্ড।
হাতিয়ার মেঘনা নদীর সাগর মোহনায় নিষেধাজ্ঞা অমান্য করে অব্যাহতভাবে চলছে ইলিশ শিকার। প্রতিদিনের মতো আজও ৩০ জেলেসহ দুইটি ট্রলার আটক করেছে কোষ্টগার্ড। এ সময় ট্রলারে থাকা ৫০ মণ ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।
রোববার (১১ মে) ভোরে উপজেলার মেঘনা নদীর চেয়ারম্যান ঘাট এলাকা থেকে ট্রলার দু’টি আটক করা হয়।
কোষ্টগার্ড জানায়, দুইটি ট্রলার গভীর সমুদ্র থেকে মাছ শিকার করে ঘাটে ফিরে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেঘনা নদী থেকে ওই ট্রলার দু’টি আটক করা হয়। ট্রলারে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ পাওয়া গেছে। ৩০ জেলেসহ ট্রলার দু’টিকে তমরদ্দি স্টেশনে নিয়ে আসা হয়।
পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আটক ট্রলার দু’টিকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আটক জেলেদের মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়। ট্রলারে থাকা মাছ এতিম ও দুস্থদের মাঝে দিয়ে দেয়া হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান জানান, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সমুদ্রে সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষনা করা হয়েছে। এ সময় কোনো অসাধু জেলে যেন সমুদ্রে মাছ শিকার করতে না পারে সে জন্য কোষ্টগার্ডসহ একাধিক টিম কাজ করছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত