1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবিতে অবরোধ শেষে সোমবার শাহবাগে সমাবেশের ডাক

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন শেষে চার দফা দাবির সঙ্গে আগামীকাল সোমবার দুপুর ২টায় শাহবাগে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর দুইটার পর কেন্দ্রীয়ভাবে ঢাকার শাহবাগ মোড়ে অবরোধ শুরু করে সংগঠনটি। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে চট্টগ্রাম ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করা হয়। রাত আটটার দিকে সারাদেশে এবং রাত দশটার দিকে শাহবাগ মোড়ে অবরোধ প্রত্যাহার করা হয়।

রোববার রাত দশটায় শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি শেষে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন,
“আগামীকাল দুপুর ২টায় দেশের সব বিশ্ববিদ্যালয়, কওমি ও আলিয়া মাদরাসা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং স্বাধীনতাকামী জনগণকে শাহবাগের হাদি চত্বরে এসে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। প্রয়োজনে এই লড়াই আরও কঠোর হবে।”

শাহবাগের কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চ নতুন করে চার দফা দাবি ঘোষণা করে। দাবিগুলো হলো—
১) হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব ব্যক্তির ২৪ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা
২) বাংলাদেশে কর্মরত ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিল করা
৩) পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেরত না দিলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হওয়া
৪) সিভিল ও মিলিটারি অঙ্গনে আওয়ামী লীগের দোসরদের বিচারের আওতায় আনা

এর আগে শনিবার রাতে দেশের সব বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধের কর্মসূচির ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!