দেশের আটটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মঙ্গলবার (১২ আগস্ট) সংস্থাটি জানিয়েছে, জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারতের গঙ্গা-ব্রহ্মপুত্র অববাহিকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এর ফলে গঙ্গা-পদ্মা নদীর পানির সমতল বাড়ার প্রবণতা দেখা দিয়েছে।
আগামী ১২ থেকে ১৪ আগস্টের মধ্যে রংপুর বিভাগ ও ভারতের সিকিম, হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং আসামের কিছু অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়ে তিন দিনে সর্বমোট ২০০-২৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ফলে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
এছাড়া, যমুনা ও গঙ্গার মিলিত প্রভাবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত পদ্মা নদীর পানির সমতল বেড়ে সতর্কসীমায় পৌঁছাতে পারে, এতে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা ও মানিকগঞ্জের নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে ১৫ আগস্টের পর থেকে গঙ্গা নদীর পানি স্থিতিশীল হয়ে ২৭ আগস্ট পর্যন্ত ধীরে ধীরে হ্রাস পেতে পারে।