
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। তিনি বলেন, এ মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “অন্তর্বর্তী সরকারের সময়ে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।” একই সঙ্গে তিনি ফ্যাসিস্ট, সন্ত্রাসী ও দুর্বৃত্তদের রাজনৈতিক দলগুলোতে আশ্রয় না দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও জানান, মামলাটির তদন্ত বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। তদন্তের স্বার্থে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়। এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply