ইনকিলাব মঞ্চ ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি সফল করতে রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নেতাকর্মীরা শাহবাগ এলাকায় অবস্থান নিতে শুরু করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের উপস্থিতি ক্রমেই বাড়তে থাকে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর সাড়ে ১২টার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ের একপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা ‘আমার ভাই কবরে—খুনি কেন বাহিরে’, ‘ইনকিলাব ইনকিলাব—জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা ঢাকা’, ‘গোলামী না আজাদী—আজাদী’, ‘আমরা সবাই হাদী হবো—যুগে যুগে লড়ে যাবো’ এবং ‘লাল সবুজের পতাকায়—হাদি তোমায় দেখা যায়’সহ নানা স্লোগান দেন।