রাজধানীর বাড্ডায় গুলিবর্ষণের একটি ঘটনা ঘটেছে। তবে সেটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী কার্যালয়ে ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়, নাহিদ ইসলামের নির্বাচনী ক্যাম্পে গুলির ঘটনা ঘটেছে। এসব পোস্ট দ্রুত ভাইরাল হলে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।
এ পরিস্থিতিতে বিকেল পাঁচটার দিকে এনসিপির পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, বাড্ডার ৩৮ নম্বর ওয়ার্ডে এনসিপির একটি সাংগঠনিক অফিসের পাশের এলাকায় মঙ্গলবার গুলির ঘটনা ঘটেছে। তবে সেটি কোনো নির্বাচনী অফিস বা নাহিদ ইসলামের ব্যক্তিগত কার্যালয় নয়। প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলেও মনে করছে দলটি। বিবৃতিটি পাঠান এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান জানান, মঙ্গলবার রাতে উত্তর বাড্ডায় একটি আবাসন কোম্পানির কার্যালয়কে লক্ষ্য করে দুটি গুলি ছোড়া হয়।
তিনি আরও বলেন, যেখানে গুলির ঘটনা ঘটেছে সেখানে গত নভেম্বর পর্যন্ত এনসিপির একটি কার্যালয় ছিল। তবে ওই কার্যালয়টি নভেম্বরেই আফতাবনগর এলাকায় স্থানান্তর করা হয়েছে। ফলে ঘটনাটিকে কোনোভাবেই এনসিপির কার্যালয় লক্ষ্য করে গুলিবর্ষণ বলা যাবে না। এ ঘটনায় দুটি ফাঁকা গুলি ছোড়া হয়েছে।