1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৪ অপরাহ্ন

হাতাহাতি করবা তোমরা, আর আমি দিবো ইলেকশনঃ রাবি ভিসি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেছেন, “তোমরা তালা দিবা, হাতাহাতি করবা, আর তোমাদের ইলেকশন আমাকে করে দিতে হবে—এটা মামার বাড়ির আবদার ছাড়া কিছু না।”

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আসন্ন রাকসু নির্বাচনকে কেন্দ্র করে চলমান উত্তেজনার বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধস্তাধস্তির ঘটনাই এই মন্তব্যের প্রেক্ষাপট।

উপাচার্য সতর্ক করে বলেন, “বিশ্ববিদ্যালয়ে যা কিছু ঘটে, তার প্রভাব পড়ে রাকসু নির্বাচনে। অসভ্য আচরণ চলতে থাকলে নির্বাচনও অসভ্যতার শিকার হবে, এর দায় শিক্ষার্থীদেরই নিতে হবে।”

সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সামর্থ্যে নির্বাচন সম্পন্ন করা সম্ভব, তবে পরিস্থিতি শিক্ষার্থীদের আচরণের ওপর নির্ভর করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মইন উদ্দিন, কোষাধ্যক্ষ মো. মতিয়ার রহমান ও জনসংযোগ কর্মকর্তা অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!