ময়মনসিংহ গৌরীপুর উপজেলার ময়লাকান্দা ইউনিয়ন দিয়ে প্রবাহিত সোয়াই নদীতে বন্ধুদের নিয়ে অদ্য শনিবার (৫/৭/২৫) সকাল ১২:০০ ঘটিকার সময় সাঁতার কাটতে গিয়ে শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র শ্রীঃ দীপংকর রায় গৌরব( ১৪) পিতা শ্রীঃ গোপাল চন্দ্র রায়, মাতা দিপা রাণী রায় পানিতে ডুবে অকাল মুত্যু বরণ করে।
গৌরবের বাসা শ্যামগঞ্জ বাজার শহীদ বড়ুয়া রোড কাচারি রোড সংলগ্ন।
গৌরবের মৃত্যুর সংবাদ স্কুল সহ সব জায়গায় ছড়িয়ে পরলে শোকে ছায়া নেমে আসে। গ্রাম বাসী সহ, স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষক কেউ মেনে নিতে পারতেছে না। এলাকা বাসী বলেন,গৌরবের এভাবে চলে যাওয়া মেনে নেওয়া যায়না।শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌবিন্দ বণিক বলেন,গৌরব শুধু মেধাবী শিক্ষার্থীই ছিল না,সে খেলা ধুলা সহ কবিতা আবৃতিতেও খুব পারদর্শী ছিল। গৌরবের অকাল মৃত্যু মেনে নিতে আমার কষ্ট হচ্ছে। তার আত্নার শান্তি কামনা করছি।