মিষ্টি কণ্ঠের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সিঁথি সাহা বর্তমানে স্পেনে অবস্থান করছেন। তিনি বিশ^বিখ্যাত ফুটবল তারকা লিওনেল মেসির ক্লাবের জন্য প্রসিদ্ধ বার্সেলোনা শহরে রয়েছেন।
আগামীকাল একই শহরে পৌঁছবেন দেশের আরেক জনপ্রিয় সঙ্গীতশিল্পী বালাম। তবে তারা নিছক ঘুরতে বার্সেলোনায় যাননি। উভয় শিল্পী একটি ওপেন এয়ার কনসার্টে অংশ নেবেন।
সিঁথি সাহা বার্সেলোনা থেকে বার্তা২৪.কমকে জানিয়েছেন, “আমরা সাধারণত বেশকিছু শো নিয়ে দেশের বাইরে যাই, কিন্তু এবার মাত্র একটি শো করব। এই শোয়ের আয়োজন এত বড় যে একটি শোই যথেষ্ট। এখানে প্রায় ২০ হাজার দর্শক অংশ নেবেন। ফেমাস জিরো পয়েন্ট নামের ভেন্যুতে আমি প্রথমবার বালাম ভাইয়ের সঙ্গে একই মঞ্চে গান গাইব। আমি খুবই এক্সাইটেড।”
কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশি মিলনমেলা ওপেন কনসার্ট’। এটি আগামীকাল সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে। কনসার্টে স্পেনের বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা অংশ নেবেন। আয়োজন করেছে ‘বাংলাদেশ কালচারাল ইয়ং ফেডারেশন, স্পেন’।
বালাম ও সিঁথি সাহা ছাড়াও কনসার্টে উপস্থিত থাকবেন বাংলাদেশের উঠতি শিল্পীরা—জিশা শ্যাম, মানসিব, আমজাদ সুমন, জাহিদ, সুনন্দা প্রমি, বর্ষা, বিপু, সান্টু, দিপু ও ফয়সাল।