1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

বাংলাদেশের যাত্রা শেষ হয়েছে ইয়েমেনের বিপক্ষে ১-০ গোলের হারে

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের যাত্রা শেষ হয়েছে ইয়েমেনের বিপক্ষে ১-০ গোলের হারে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ গোলে হারার পর দ্বিতীয় ম্যাচেও পরাজয় বাংলাদেশের জন্য কষ্টকর প্রমাণিত হলো। দুই ম্যাচে ছয় পয়েন্ট সংগ্রহ করে ইয়েমেন এখন গ্রুপের শীর্ষে অবস্থান করছে।

আজকের ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকলেও ইনজুরি সময়ে ভাগ্য সহায় হয়নি বাংলাদেশ দলের। যোগ করা চার মিনিটের শেষ মুহূর্তে ইয়েমেনের ফরোয়ার্ড আব্দুল আল আওমি ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে পরাস্ত করেন। গোলের পর ইয়েমেনের খেলোয়াড় ও কোচিং স্টাফরা খুশিতে সিজদায় পড়ে উদযাপন করেন। পুনরায় কিক-অফের পরপরই রেফারির শেষ বাঁশি বাজে।

প্রথমার্ধে বল দখল ও আক্রমণে বাংলাদেশ প্রাধান্য দেখালেও দ্বিতীয়ার্ধে তা ধরে রাখতে পারেনি। সহকারী কোচ হাসান আল মামুন ম্যাচে পাঁচটি পরিবর্তন আনেন। শেষ দিকে অধিনায়ক মোরসালিন মাঠে নামলেও তাতে গোলের দেখা মেলেনি। ফাহমিদুল ও আল আমিন একসঙ্গে খেললেও শেষ আট মিনিট বাংলাদেশকে খেলতে হয়েছে এক জন কম নিয়ে। লাল কার্ড দেখেন মজিবুর রহমান জনি।

বাংলাদেশের আক্রমণ মাঝে মাঝে সক্রিয় থাকলেও ইয়েমেনের গোছানো খেলার সামনে তা ব্যর্থ হয়। লেফট ব্যাক জায়ান আহমেদের কর্নার ও লম্বা থ্রো-ইনগুলো কাজে লাগাতে পারেননি সতীর্থরা। শেষ পর্যন্ত একান্ত মুহূর্তের গোলেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

উল্লেখযোগ্য বিষয় হলো, আগের ম্যাচের মতো এই ম্যাচেও হেড কোচ সাইফুল বারী টিটু ডাগআউটে ছিলেন না; পুরো ম্যাচ পরিচালনা করেন সহকারী কোচ। প্রথমার্ধে বলের দখল সন্তোষজনক হলেও গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে বেশি পরীক্ষা দিতে হয়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!