মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। রোববার (১১ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া একটি পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ট্রাম্পের শেয়ার করা ছবিতে দেখা যায়, ২০২৬ সালের জানুয়ারি মাসে তাকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে নিযুক্ত করা হয়েছে—এমন দাবিই সেখানে তুলে ধরা হয়েছে।
এর আগে, গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটি সামরিক অভিযান চালায় মার্কিন বাহিনী। অভিযানের সময় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে আটক করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্রে তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং এসব অভিযোগের বিচার কার্যক্রমের প্রস্তুতি চলছে। বর্তমানে তারা দুজনই নিউইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন।
মাদুরোকে আটক করার কয়েক ঘণ্টার মধ্যেই ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। একই সঙ্গে ভেনেজুয়েলার সেনাবাহিনীও দেলসি রদ্রিগেজের প্রতি সমর্থন জানায়।
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার ঘোষণা দেন। এর মধ্যেই হঠাৎ করে নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।