1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

তারেক রহমানের দেশে ফেরা ঘিরে শাহজালাল বিমানবন্দরে নজিরবিহীন নিরাপত্তা, ড্রোন ও দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হচ্ছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিমানবন্দরজুড়ে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলছে। ইতোমধ্যে বুধবার (২৪ ডিসেম্বর) থেকে যাত্রী ছাড়া অন্য কারও বিমানবন্দরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ বলেন, নিরাপত্তায় কোনো ধরনের ঝুঁকি রাখা হচ্ছে না। সব দিক বিবেচনায় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ব্যবস্থা নিয়েছে এবং পুরো এলাকাজুড়ে একাধিক স্তরের নিরাপত্তা থাকবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ জানান, এভসেক, বিমানবাহিনী, সেনাবাহিনী, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‌্যাব, আনসার ব্যাটালিয়ন ও ডিএমপির পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন।

তিনি আরও জানান, কয়েক হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রবেশে থাকবে কড়াকড়ি এবং যাত্রীদেরও একাধিক নিরাপত্তা বলয় অতিক্রম করে বিমানবন্দরে ঢুকতে হবে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, অন্তত পাঁচ স্তরের নিরাপত্তা বলয় থাকবে। বুধবার বিকাল থেকেই সদস্য মোতায়েন শুরু হবে। বিমানবন্দর গোলচত্বর, বেবিচক সদর দফতর, অভ্যন্তরীণ টার্মিনাল, কার্গো এলাকার ৯ নম্বর গেটসহ ভেতর ও বাইরের সব গেটেই কঠোর নিরাপত্তা থাকবে।

এছাড়া বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। নির্দিষ্ট এলাকা ছাড়া অন্য কোথাও চলাচল নিষিদ্ধ থাকবে। কাস্টমস এলাকায় সিএন্ডএফ এজেন্টদের বৈধ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে প্রবেশ করতে হবে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, ল্যান্ডসাইট এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি কুইক রেসপন্স টিম (সিআরটি) ও ডগ স্কোয়াডও প্রস্তুত থাকবে।

ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিমান ও পর্যটন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, জাতীয় নিরাপত্তা ও নিরাপদ বিমান চলাচলের স্বার্থে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ। অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন বিমান চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দর্শনার্থী প্রবেশে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীসেবা, নিরাপত্তা ও অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখতে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত যাত্রী ছাড়া সব দর্শনার্থী ও সহযাত্রীর বিমানবন্দরে প্রবেশ নিষিদ্ধ থাকবে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!