বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
রোববার (১১ জানুয়ারি) নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে উল্লেখ করা হয়, সাক্ষাৎকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক চিত্র নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান, নির্বাচনী প্রস্তুতি এবং ভবিষ্যৎ করণীয় বিষয়গুলো আলোচনার মূল বিষয় ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে শনিবার (১০ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। সে সময় তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোটের চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা আগামী ১২ জানুয়ারির মধ্যেই দেওয়া হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, নির্বাচন প্রক্রিয়ায় আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং রাজনৈতিক সমঝোতার বিষয়গুলো নিয়েও বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।