যশোরে পৃথক তিনটি অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ, বেনাপোল থানা পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ৫০ বোতল ফেনসিডিল ও ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ডিবি যশোরের এসআই শেখ আবু হাসান, এসআই মোল্লা আব্দুল হাই, এএসআই সৈয়দ শাহীন ফরহাদ, এএসআই নাজমুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স গতকাল ২৮ জুলাই সকাল ৯টায় কোতোয়ালি থানাধীন খোলাডাঙ্গা গাজীর বাজার এলাকায় অভিযান চালিয়ে আলোচিত মাদক ব্যবসায়ী মিঠুকে আটক করে। তার দখল থেকে উদ্ধার হয় ৫০ বোতল ফেনসিডিল। মিঠু বেনাপোলের পুটখালি গ্রামের নজরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছেন এসআই মোল্লা আব্দুল হাই। মামলায় আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।
একই দিনে বিকেল ৪টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর শাখা শার্শা উপজেলার পশ্চিম কোটা এলাকায় অভিযান চালায়। অভিযানে হাসান আলীর মুদি দোকানের সামনে থেকে ৮০ পিস ইয়াবাসহ আসাদুল মোল্লা (৩০) নামের এক মাদক কারবারীকে আটক করা হয়। তিনি পশ্চিম কোটা গ্রামের ওয়াজেদ আলী মোল্লার ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন উপপরিদর্শক শেখ আবুল কাশেম।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন বলেন, জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রয়োজনে ডোপ টেস্ট করেও অভিযুক্তদের আটক করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
অন্যদিকে, বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে আটকাদেশভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অফিসার ইনচার্জ রাসেল মিয়া জানান, এএসআই হাবিবুর রহমান ও এএসআই সবুজ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নামাজগ্রাম পূর্বপাড়ার আলমগীর হোসেন ও গয়ড়ার জাহাঙ্গীর হোসেন (২৮) কে আটক করেন। ২৮ জুলাই পরিচালিত ওই অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।