
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। তবে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে দলটি।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যার পর দলীয় মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটে। সেখানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেইট এলাকায় সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ বিভিন্ন জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হন কিছু নেতাকর্মী।
এই ঘটনায় (আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত) চারজন স্থানীয় নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন—
আলাউদ্দিন মনি, সভাপতি, সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দল
হেলাল উদ্দিন বাবর, সাধারণ সম্পাদক, সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দল
মামুন, আহ্বায়ক, সীতাকুণ্ড পৌরসভা বিএনপি
মমিন উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক, সোনাইছড়ী ইউনিয়ন যুবদল
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply