
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানের কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন দাখিলের সময় নির্বাচন কমিশনের আচরণবিধি অনুসরণ করে সর্বোচ্চ পাঁচজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন তিনি।
মনোনয়ন জমা দেওয়ার পর মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন পর মানুষ আবার ভোটাধিকার ফিরে পেয়েছে। তিনি ঠাকুরগাঁওয়ের আর্থসামাজিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করার সুযোগ চান। এ সময় তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট ও দোয়া কামনা করেন।
এদিকে একই দিনে ঠাকুরগাঁও-২ সংসদীয় আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল হাকিম এবং ঠাকুরগাঁও-৩ আসন থেকে জামায়াতের প্রার্থী মিজানুর রহমান মাস্টার নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply