1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন

গাজা উপত্যকায় একদিনে অন্তত ৪৭ জন নিহত

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ইসরায়েলের অব্যাহত হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় একদিনে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৪ জন ত্রাণ সংগ্রহের সময় হামলার শিকার হয়ে প্রাণ হারান। একই দিনে অনাহার ও অপুষ্টিতে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৭ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালগুলোতে ৪৭টি মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ২২৬ জন। এ নিয়ে চলমান আগ্রাসনে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৮৮৬ জনে। মন্ত্রণালয় জানায়, অনেক মৃতদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে রয়েছে, যেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।

মানবিক সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে গত ২৪ ঘণ্টায় ১৪ জন নিহত ও ১৩২ জনের বেশি আহত হয়েছেন। এ নিয়ে ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৮ এবং আহত হয়েছেন ১৪ হাজার ৪২০ জনেরও বেশি।

এ ছাড়া অনাহার ও অপুষ্টিতে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জন ফিলিস্তিনি মারা গেছেন, যাদের মধ্যে ২ শিশু রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহার-সম্পর্কিত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৫৮ জনে, যার মধ্যে ১১০ শিশু।

আনাদোলু জানিয়েছে, ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রায় ৬২ হাজারে পৌঁছেছে। অন্যদিকে চলতি বছরের ২ মার্চ থেকে গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়ায় ২৪ লাখ মানুষ ভয়াবহ দুর্ভিক্ষের মতো পরিস্থিতির মুখোমুখি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!