সরকারি চাকরির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে সরকার। ইতোমধ্যে চারজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং ২৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি আরও অন্তত ৩৪৬ জন কর্মকর্তার একটি তালিকা তৈরি করা হয়েছে, যাদের বিরুদ্ধেও যাচাই–বাছাই শেষে ব্যবস্থা নেওয়া হতে পারে।
সরকারি সূত্রে জানা গেছে, অফিস বন্ধ রাখা, কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টির প্রমাণ পাওয়ায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এনবিআরের অনেক কর্মকর্তা অভিযোগ করছেন, তারা আগেই ক্ষমা চাইলেও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা তাদের মধ্যে হতাশা তৈরি করছে।
বিশেষজ্ঞদের মতে, এত বড় পরিসরে শাস্তি দেওয়ার ফলে রাজস্ব বিভাগের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হতে পারে, যার নেতিবাচক প্রভাব পড়বে দেশের রাজস্ব আদায়ে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত