শরীফ ওসমান হাদির মৃত্যুর পর ইনকিলাব মঞ্চের পরবর্তী মুখপাত্র কে হবেন—এ নিয়ে আলোচনা চললেও আপাতত নতুন কাউকে ভাবছেন না মঞ্চের নেতারা। তাদের প্রধান লক্ষ্য এখন হাদি হত্যার বিচার নিশ্চিত করা।
ইনকিলাব মঞ্চের নেত্রী ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা জানান, এই মুহূর্তে মুখপাত্র নির্ধারণের কোনো সিদ্ধান্ত নেই। বর্তমান নেতৃত্বের মাধ্যমেই কর্মসূচি চলবে এবং হাদির অসমাপ্ত কাজ সম্পন্ন করাই তাদের অগ্রাধিকার।
একই কথা জানান সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা অন্য কোনো বিষয়ে ভাবছেন না। এ দাবিতে শাহবাগে ‘শহীদি শপথ’ কর্মসূচিও পালন করেছে ইনকিলাব মঞ্চ।
নেতারা জানান, সময় ও পরিস্থিতির আলোকে ভবিষ্যতে নেতৃত্ব চূড়ান্ত হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তা জানানো হবে।