
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
সোমবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই আন্দোলনে আসিফ মাহমুদ ছিলেন অন্যতম কাণ্ডারি। আনুষ্ঠানিকভাবে তিনি আজ এনসিপিতে যোগ দিলেন। দলের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আসিফ মাহমুদ আপাতত কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তবে তিনি এনসিপির নির্বাচন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, এর আগে আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply