৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
রোববার (২০ জুলাই) দিনগত রাত ১২টার দিকে ফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ৬ আগস্ট থেকে শুরু হতে যাওয়া মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে সংবাদমাধ্যম, পিএসসির ওয়েবসাইট ও এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে ডাকযোগে সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। প্রার্থীদের পিএসসির ওয়েবসাইট থেকেই সাক্ষাৎকারপত্র ডাউনলোড করে নির্ধারিত তারিখে কমিশনের ঢাকাস্থ প্রধান কার্যালয়ে নির্ধারিত বোর্ডে উপস্থিত হতে হবে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৮ জুলাই) ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়েছিলেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী।
এই বিশেষ বিসিএসের মাধ্যমে সরকার মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে। এর মধ্যে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হবে।