1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

জাতীয় সংগীত পরিবেশন করবে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থী

ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আগামী ১৭ অক্টোবর বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান-২০২৫’।

অনুষ্ঠানে একসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করবে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থী।

মঙ্গলবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেবা শাখা থেকে প্রকাশিত এক স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াইবের স্বাক্ষরিত স্মারকে বলা হয়েছে, অনুষ্ঠানে অংশ নেবে গার্লস গাইড, বিএনসিসি ও স্কাউট সদস্যরা। তারা নির্ধারিত পোশাক ও বাদ্যযন্ত্রসহ জাতীয় সংগীত পরিবেশনায় অংশগ্রহণ করবে।

এদিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা থেকে গত ১৩ অক্টোবর প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষার্থীদের নামের তালিকা, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, যোগাযোগের ঠিকানা, মোবাইল নম্বর, জন্মসনদ বা জন্মনিবন্ধনের কপি এবং এক কপি পাসপোর্ট সাইজ ছবি ১৪ অক্টোবরের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!