যশোরে জুন ও জুলাই মাসে চুরি হওয়া ৫২টি মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া দুই লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করেছে যশোর জেলা পুলিশ।
সোমবার জেলা পুলিশের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এসব টাকা ও মোবাইল ফোন ভুক্তভোগীদের হাতে তুলে দেন পুলিশ সুপার রওনক জাহান।
জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি টিম টানা দুই মাস দিনরাত কাজ করে এই সফলতা অর্জন করে।
এ ছাড়া, পুলিশ আটটি ইমো আইডি ও ১৫টি হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার, অস্ত্র ও আসামি আটক, রিয়াল প্রতারক চক্র শনাক্ত এবং উদ্ধার অভিযানও চালিয়েছে।
অনুষ্ঠানে পুলিশ সুপার রওনক জাহান বলেন, “ডিজিটাল ডিভাইস ও সোশ্যাল মিডিয়ার ব্যবহারে আমাদের আরও সচেতন হতে হবে। সামান্য অসতর্কতায় বড় ধরনের আর্থিক ও ব্যক্তিগত ক্ষতি হতে পারে।”
তিনি সকলকে প্রযুক্তি ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত