1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

দগ্ধদের পাশে সাধারণ মানুষ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় আহতদের রক্ত দিতে ছুটে আসছেন অসংখ্য মানুষ। দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন রক্তদাতা সংগঠনের মাধ্যমে রক্তের আবেদন ছড়িয়ে পড়লে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন দগ্ধদের পাশে দাঁড়াতে।

সোমবার (২১ জুলাই) বিকেল থেকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে রক্তদাতাদের দীর্ঘ সারি দেখা যায়। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে অন্তত ৫০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অনেকের শরীরের ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে।

রক্তদাতাদের একজন আশরাফুল ইসলাম বলেন, ‘সংবাদ দেখে আর ঘরে থাকতে পারিনি। স্ত্রীকে নিয়েও এসেছি। যার যেভাবে দরকার, আমরা রক্ত দিতে প্রস্তুত।’

বার্ন ইনস্টিটিউট সূত্র জানিয়েছে, পজিটিভ গ্রুপের রক্তে আপাতত সংকট না থাকলেও নেগেটিভ গ্রুপের রক্তের ঘাটতি রয়েছে।

এই পরিস্থিতিতে সাধারণ মানুষের এমন উদার ও মানবিক সাড়া দেশজুড়ে সৃষ্টি করেছে সহানুভূতির আবহ। দগ্ধদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সবার সহযোগিতা চেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!