1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সংশ্লিষ্ট ৭৫টি দেশের কনস্যুলার অফিসে নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান ভিসা যাচাই-বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা হবে এবং এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে হবে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে— বাংলাদেশ, আফগানিস্তান, রাশিয়া, ব্রাজিল, পাকিস্তান, কুয়েত, থাইল্যান্ড, মিশর, ইরান, ইরাক, জর্দান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বার্বাডোস, বেলারুশ, ভুটান, নেপাল, মিয়ানমার, বসনিয়া, কম্বোডিয়া, ক্যামেরুন, বেলিজ, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, ডিআর কঙ্গো, ডোমিনিকা, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, কাজাখস্তান, কসোভো, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, ম্যাসেডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নিকারাগুয়া, নাইজেরিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান ও ইয়েমেন।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেন, “দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে ভিসা প্রক্রিয়াকরণ পদ্ধতি পুনর্মূল্যায়ন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সরকারি ত্রাণ বা সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হতে পারেন— এমন বিদেশি নাগরিকদের প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, মূলত ২০২৫ সালের নভেম্বরে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোতে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল। এতে কনস্যুলার কর্মকর্তাদের অভিবাসন আইনের তথাকথিত ‘পাবলিক চার্জ’ বিধানের আওতায় নতুন ও কঠোর যাচাই-বাছাই নিয়ম অনুসরণের নির্দেশ দেওয়া হয়।

ওই নির্দেশনায় আবেদনকারীদের স্বাস্থ্যগত অবস্থা, ইংরেজি ভাষা শেখার সক্ষমতা, আর্থিক অবস্থা এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদি চিকিৎসা সহায়তা বা সরকারি ত্রাণের ওপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা বিবেচনায় নিয়ে ভিসা আবেদন প্রত্যাখ্যানের কথা বলা হয়েছিল। এমনকি বয়স্ক ও অতিরিক্ত ওজনের আবেদনকারীদের ক্ষেত্রেও কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা ছিল।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!