হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের জাগলার চর দখলকে কেন্দ্র করে সংঘটিত গোলাগুলির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ পুলিশ সামছুদ্দিন ওরফে কোপা সামছু (৫৫) নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চরের জঙ্গল এলাকা থেকে নিহত সামছুদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম জানান, বৃহস্পতিবার সকালে নিহত সামছুদ্দিনের ছোট ভাই আবুল বাশার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। তিনি আরও জানান, শুক্রবার দুপুরে সামছুদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।