1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন

শাহবাগে ছাত্রদলের ঐতিহাসিক সমাবেশ ঘিরে ৬ দফা নির্দেশনা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

আগামী ৩ আগস্ট শাহবাগে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক ছাত্র সমাবেশ ঘিরে নেতাকর্মীদের জন্য ৬ দফা নির্দেশনা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

নির্দেশনাগুলো হলো—
১. সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড বহন করা যাবে না।
২. প্রতিটি ইউনিটকে কেন্দ্রীয়ভাবে নির্ধারিত স্থানে অবস্থান করতে হবে এবং সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত সেখানে থাকতে হবে।
৩. কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালের মধ্যবর্তী গলি হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অ্যাম্বুলেন্স ও জরুরি যানবাহনের চলাচলে সহযোগিতা নিশ্চিত করতে হবে।
৪. সমাবেশের দিন কোনো ইউনিটের যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না।
৫. কোনো ব্যক্তি বা ইউনিট আলাদা শোডাউন বা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করতে পারবে না।
৬. সমাবেশ শেষে নির্ধারিত স্থানের চারপাশ পরিষ্কার করে শৃঙ্খলাভাবে স্থান ত্যাগ করতে হবে।

ছাত্রদলের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সুশৃঙ্খলভাবে সফল সমাবেশ আয়োজনের স্বার্থে এই নির্দেশনাগুলো কঠোরভাবে মানা আবশ্যক।

ছাত্রদল সূত্রে জানা গেছে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী এই সমাবেশে অংশগ্রহণ করবেন। এতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মহানগর ইউনিটের নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!