1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

রামগতিতে জেলে প্রণোদনার ৬ বস্তা চাল জব্দ, তদন্তে প্রশাসন

বাদল, স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

লক্ষ্মীপুরের রামগতিতে ৬ বস্তা সরকারি জেলে প্রণোদনার চাল জব্দ করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) দুপুরে আলেকজান্ডার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের বাড়ির সামনে দিয়ে চাল বহনের সময় সন্দেহ হলে স্থানীয়রা রহিম নামের এক ব্যক্তিকে আটক করেন।

জানা গেছে, চালগুলো ৪ নম্বর চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের জনতা বাজার কার্যালয় থেকে গোপনে নেওয়া হচ্ছিল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা ঘটনাস্থলে গিয়ে ৬ বস্তা চাল জব্দ করেন। তবে তিনি পৌঁছার আগেই রহিম কৌশলে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে, জেলে প্রণোদনার চালগুলো গোপনে বিক্রির উদ্দেশ্যে সরানো হচ্ছিল।

রামগতি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ-উজ-জামান জানান, জব্দকৃত চালগুলো সমুদ্রে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের জন্য বরাদ্দকৃত প্রণোদনার চাল। এসব চাল আলেকজান্ডার ইউনিয়ন পরিষদ থেকেই বিতরণ হওয়ার কথা ছিল। বর্তমানে চালগুলো তার হেফাজতে রয়েছে এবং ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট