জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।
তবে রিট আবেদনে কী কারণ দেখানো হয়েছে বা এ বিষয়ে শুনানি কবে হবে—সে সম্পর্কে এখনো কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবির, বামপন্থী সংগঠনসহ স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নিচ্ছেন। নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা ইতোমধ্যেই প্রচারণায় সরব হয়ে উঠেছেন এবং শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। ঠিক এই সময়েই নির্বাচন স্থগিতের দাবিতে হাইকোর্টে রিট করা হলো।
উল্লেখ্য, ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার (১৯৭২) পর এ পর্যন্ত ৯ বার জাকসু নির্বাচন হয়েছে। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৩ সালের ২৯ জুলাই। ওই সময় এক ছাত্রকে বহিষ্কারকে কেন্দ্র করে শিক্ষার্থী-শিক্ষক সংঘর্ষের জেরে প্রশাসন জাকসু ও হল সংসদ বাতিল করে দেয়। এরপর থেকে আর কোনো নির্বাচন হয়নি।
প্রসঙ্গত, এর আগে গত ১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত চেয়ে করা এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছিলেন। তবে সেদিনই ডাকসু কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করলে পরবর্তীতে শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়। ফলে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পূর্বনির্ধারিত তারিখেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত