মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর নৌসীমায় ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে ব্যাপক অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। ৪ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে ৪৪৫টি অভিযান, ৬৪টি মোবাইল কোর্ট ও ৭৭টি মামলা করা হয়েছে। এ সময় ১১৯ জন জেলেকে কারাদণ্ড এবং ১.০৯৫ মেট্রিক টন ইলিশ ও ৫ লাখ ৭১ হাজার মিটার জাল জব্দ করা হয়, যার মূল্য প্রায় ১ কোটি ৩৭ লাখ টাকা।
জেলা মৎস্য বিভাগের প্রতিবেদনে জানানো হয়েছে, চাঁদপুর সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাইমচর উপজেলায় অভিযান অব্যাহত রয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন জানিয়েছেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নৌ–বাহিনী, কোস্টগার্ড ও নৌ–পুলিশ ২৪ ঘণ্টা টহলে রয়েছে এবং আইন ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
মা ইলিশ সংরক্ষণে বিরত থাকা ৪৫ হাজার ৬১৫ জন নিবন্ধিত জেলেকে মানবিক খাদ্য সহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, নিষেধাজ্ঞার সময় নদীতে ইলিশ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হচ্ছে।