ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। শনিবার (২৩ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর পাকিস্তান হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের নানা দিক উঠে আসে।
বৈঠক শেষে মুহাম্মদ তাহের জানান, সার্ক কার্যক্রম পুনরুজ্জীবনসহ ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, গত ১৫ বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কিছুটা একপেশে ছিল। এখন সবাই মনে করছে—এ অঞ্চলের সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক থাকা জরুরি।
তিনি আরও জানান, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আলোচনায় জাতীয় নির্বাচন সম্পর্কিত প্রসঙ্গও উঠে এসেছে।