‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’—এই পবিত্র তালবিয়ার মাধ্যমে শুরু হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হজ। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে ২০২৫ সালের হজ, যার মূল আনুষ্ঠানিকতা ৯ জিলহজ আরাফাতের ময়দানে।
সোমবার (২৮ এপ্রিল) রাত সোয়া ২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজে যাচ্ছেন, যার মধ্যে ৫ হাজার ২০০ জন যাবেন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায়।
হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরকার গঠন করেছে ‘হজ টাস্কফোর্স-২০২৫’ এবং চালু করেছে বিশেষ হজ অ্যাপ। যদিও ফ্লাইট শিডিউল ও সৌদি বাড়ি ভাড়ার সময় নিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছে। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদুল আহমেদ মজুমদার জানিয়েছেন, সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে, আশা করা যাচ্ছে হজযাত্রা হবে নিরাপদ ও সুশৃঙ্খল।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত