চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে পুলিশকে ছুরি মেরে পালানো ছিনতাইকারী ইমাম হোসেন আকাশসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে বুধবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চমেক হাসপাতাল, পতেঙ্গা, সীতাকুন্ড ও ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন—আনোয়ারার ইমাম হোসেন আকাশ (২৫), মো. হোসেন (১৯), ভোলার রাব্বি ওরফে ছোট আকাশ (১৯), কুমিল্লার সোনিয়া আক্তার (২৪), সল্টগোলার আছমা (২৮), কাঠগড়ের মো. মুন্না (২২) এবং মধ্যম পতেঙ্গার সুমাইয়া আক্তার (২৪)।
পুলিশ জানায়, সোমবার রাতে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ড থেকে পাহারার ফাঁক গলে পালায় ইমাম আকাশ। তাকে ছিনিয়ে নিতে তিনজন হামলা চালিয়ে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে।
এর আগে একই দিন দুপুরে বন্দর অফিসার্স কলোনি এলাকায় এক চীনা নাগরিকের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার সময় ইমামকে স্থানীয়রা ধরে পুলিশে দেয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, পালানো ইমামসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।