1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

প্রায় ৭০০ জন ‘ভাড়াটে’ এজেন্টকে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫

ইরানে সংঘাত চলাকালে ইসরায়েলের হয়ে কাজ করা প্রায় ৭০০ জন ‘ভাড়াটে’ এজেন্টকে গ্রেফতার করেছে দেশটির গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতার হওয়া এসব ব্যক্তি ইরানে গোয়েন্দাগিরি ও নাশকতা কর্মকাণ্ডে জড়িত ছিল। জনসাধারণের দেওয়া তথ্য ও গোয়েন্দা সংস্থার অভিযানের ভিত্তিতে তাদের শনাক্ত করে আটক করা হয়।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এর আগে স্বীকার করেছে, তারা ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের একটি অভিযানের অংশ হিসেবে ইরানে গুপ্তচরদের মাধ্যমে হামলার প্রস্তুতি নিচ্ছিল। জানা যায়, এই অভিযানের আওতায় ইরানের অভ্যন্তরে ড্রোন হামলা চালাতে একটি গোপন ঘাঁটিও স্থাপন করা হয়েছিল।

এ ধরনের কর্মকাণ্ড ইরানের নিরাপত্তা মহলে ব্যাপক উদ্বেগ ও মনস্তাত্ত্বিক নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলপন্থি মতামত প্রকাশ করায় অনেককেই গ্রেফতার করা হয়েছে।

তেহরান প্রসিকিউটর অফিসে ইতোমধ্যে একটি নতুন ইউনিট গঠন করা হয়েছে, যার দায়িত্ব হলো স্থানীয় সংবাদমাধ্যম ও ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পর্যবেক্ষণ ও নজরদারি করা।

এছাড়া, দেশটির অন্যান্য সংবাদমাধ্যম দাবি করেছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি গুপ্তচর সন্দেহে আটক কয়েকজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!