রাশিয়া–ইউক্রেন যুদ্ধে শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধবিরতি অপরিহার্য নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।
সাড়ে তিন বছর ধরে চলমান যুদ্ধ বন্ধে সমাধানের লক্ষ্যে গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন ট্রাম্প। ওই বৈঠকের মাত্র তিন দিন পর ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে তার আলোচনার আয়োজন করা হয়। সোমবার বেলা সোয়া একটায় হোয়াইট হাউসে পৌঁছালে জেলেনস্কিকে স্বাগত জানান ট্রাম্প। পরে দুই প্রেসিডেন্ট সাংবাদিকদের মুখোমুখি হন।
যুদ্ধবিরতি ছাড়া সমাধান সম্ভব কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “আমি মনে করি না যে আপনার যুদ্ধবিরতি দরকার। এটা ভালো হতে পারে, কিন্তু শান্তির জন্য আবশ্যক নয়।” তিনি আরও বলেন, কৌশলগত কারণে কোনো দেশ যুদ্ধবিরতি না–ও চাইতে পারে।
তবে ট্রাম্পের এই মন্তব্যকে আগের অবস্থানের সঙ্গে ভিন্ন বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ, পুতিনের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প যুদ্ধবিরতির পক্ষে মত দেন এবং রাশিয়া রাজি না হলে অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন। বৈঠকে পুতিন ইঙ্গিত দিয়েছিলেন, রাশিয়ার দখল করা কিছু এলাকা ইউক্রেন ফেরত দিলে যুদ্ধ থামতে পারে।
সোমবারের বৈঠকে জেলেনস্কির পাশাপাশি ইউরোপের বিভিন্ন মিত্রদেশের প্রতিনিধি, ইউরোপীয় কমিশন ও ন্যাটোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন ট্রাম্প। আলোচনার পর তিনি বলেন, “আমি সবার জন্য এই যুদ্ধ বন্ধ চাই।”
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত