1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ অপরাহ্ন

বর্ষাকালে চোখের সংক্রমণ বেড়ে যাওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায়

হেলথ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

বর্ষাকালে আর্দ্রতা ও স্যাঁতসেঁতে পরিবেশের কারণে বিভিন্ন ধরনের সংক্রমণ বেড়ে যায়। এর মধ্যে অন্যতম হলো চোখের সংক্রমণ বা ভাইরাল কনজাংটিভাইটিস, যাকে অনেকেই ‘চোখের ফ্লু’ বলে থাকেন। দূষিত পানি চোখে প্রবেশ করলে এ সংক্রমণ ছড়ায়। ফলে চোখ লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া, অতিরিক্ত পানি পড়া ইত্যাদি সমস্যা দেখা দেয়।

ভারতের ছানি ও রেটিনা সার্জন ডা. পবন গুপ্ত জানান, বর্ষাকালে সবচেয়ে বেশি দেখা যায় কনজাংটিভাইটিস ও স্টাই-এর সংক্রমণ। তার মতে, প্রতিরোধই হলো এ সমস্যা থেকে রক্ষার প্রধান উপায়। বিশেষ করে ডায়াবেটিস বা অ্যালার্জির রোগীরা বেশি ঝুঁকিতে থাকেন, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম থাকে। সাধারণত এক সপ্তাহের মধ্যেই কনজাংটিভাইটিস সেরে যায়, তবে গুরুতর হলে দুই সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।

ডা. গুপ্ত পরামর্শ দেন, এ সময় নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলা, বাড়িতে অবস্থান করা, চশমা ব্যবহার করা এবং চিকিৎসকের পরামর্শ অনুসরণ করা জরুরি। বিশেষ করে চোখের ড্রপ ব্যবহারের আগে অবশ্যই হাত ভালোভাবে পরিষ্কার করতে হবে।

করণীয়

  • হাত ও চোখ সবসময় পরিষ্কার রাখা

  • রুমালের পরিবর্তে পরিষ্কার টিস্যু ব্যবহার করা

  • পরিষ্কার পানি দিয়ে চোখ ধুয়ে ফেলা

  • নোংরা হাতে চোখ স্পর্শ না করা

  • অন্যের তোয়ালে, বিছানার চাদর বা ব্যক্তিগত জিনিস ব্যবহার না করা

  • সংক্রমণ বাড়লে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের কাছে যাওয়া

  • চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন না করা

বর্ষাকালে চোখের সংক্রমণের ঝুঁকি বাড়লেও নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলা ও সময়মতো চিকিৎসা নিলে এ সমস্যা প্রতিরোধ করা সম্ভব। এতে পুরো মৌসুম জুড়ে চোখকে রাখা যাবে নিরাপদ, আরামদায়ক ও সংক্রমণমুক্ত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!