ফরিদপুরের নগরকান্দায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুম্মা নগরকান্দার বিভিন্ন মসজিদে—including মডেল মসজিদ, বাজার মসজিদ, বায়তুল মামুর জামে মসজিদ, জুঙ্গুরদী কাসিমুল উলুম মাদ্রাসা জামে মসজিদ—দোয়া মাহফিল আয়োজন করা হয়।
নগরকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন এই আয়োজনের নেতৃত্ব দেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ বলেন, “বেগম খালেদা জিয়া আজ শুধু দলীয় নেতা নয়, তিনি জাতীয় স্তরে শ্রদ্ধেয় ও সম্মানিত। বয়স ও অসুস্থতার কারণে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আমরা আল্লাহর কাছে তার দ্রুত রোগমুক্তি কামনা করছি।”