রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। এ কারণে চলতি সপ্তাহেই তাকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেইলকে দেওয়া তথ্যে তিনি জানান, নুরুল হক নুরের চোয়াল ও নাকের হাড় ভেঙে গেছে, সর্দি বেড়েছে, ভারসাম্য ধরে রাখতে সমস্যা হচ্ছে। ওষুধ খাওয়া নিয়ে মাঝেমধ্যে ভুলে যাচ্ছেন এবং কথা বলতেও অসুবিধা অনুভব করছেন।
আবু হানিফ বলেন, “নুরের অবস্থার কোনো উন্নতি হয়নি। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে এ সপ্তাহের মধ্যেই তাকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে।”
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত