
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এক গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, বিএনপির অন্যতম শরিক দল বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনের পরিবর্তে ভোলা-১ আসনে জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। সালাহউদ্দিন আহমদের ভাষ্য অনুযায়ী, শনিবারই পার্থ ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে তিনি ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা-১৭ আসনে বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি। পরবর্তীতে দলের সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমান ওই আসনে প্রার্থী হওয়ায় আন্দালিব রহমান পার্থ সেখানে আর প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
উল্লেখ্য, প্রথম দফায় বিএনপি যখন ২৩৭টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে, তখন কেবল দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াই একাধিক আসনে নির্বাচন করবেন বলে জানানো হয়েছিল।
প্রায় এক যুগ নির্বাসনে কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে দলীয়ভাবে জানানো হয়েছিল, তিনি শুধু বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন।
এ সময় দল আরও জানায়, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসনে—বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩—নির্বাচনে অংশ নেবেন।
এদিকে, বিএনপির শরিক দল বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন—এমন প্রচারে বনানী, গুলশান ও বারিধারা এলাকায় পোস্টার টানানো হয়েছিল। তবে তারেক রহমান ঢাকা-১৭ আসনে প্রার্থী হওয়ায় পার্থ ওই আসনে আর প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আন্দালিব রহমান পার্থ তার নিজ এলাকা ভোলা-১ আসনে নিজ দলের নির্বাচনি প্রতীকে ভোটে অংশ নেবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply