1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভেন্যু সংকট: বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ও ম্যাচ ভেন্যু সংক্রান্ত সংকট নিরসনে আগামীকাল ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নিরাপত্তা ইস্যুতে সেখানে দল পাঠাতে অপারগতা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ অবস্থায় বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসির কাছে চিঠি দিয়েছে বিসিবি। পরে বিষয়টির গুরুত্ব তুলে ধরে একাধিকবার আইসিসিকে চিঠি পাঠানো হয়েছে বলেও জানা গেছে।

বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে নাকি ভারতেই হবে—এই সিদ্ধান্ত জয় শাহ ও বিসিসিআই কর্মকর্তাদের বৈঠকের পর স্পষ্ট হতে পারে। যেহেতু এটি একটি বৈশ্বিক টুর্নামেন্ট, তাই ম্যাচ ভেন্যু পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসির হাতেই রয়েছে।

এ বিষয়ে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা পিটিআইকে বলেন,
“এই বৈঠকটি সিইও এবং অন্যান্য ক্রিকেট–সংক্রান্ত বিষয়ের ছিল। এটি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসিই নেবে।”

বিসিবির বর্তমান অবস্থানের পেছনে রয়েছে বিসিসিআইয়ের একটি বিতর্কিত সিদ্ধান্ত। আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দেয় বিসিসিআই। ভারতের উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার অভিযোগ তুলে দেওয়া ধারাবাহিক হুমকির প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত আসে বলে জানা গেছে।

এরপর বিসিবি ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে ভারতে না খেলার সিদ্ধান্ত নেয়। বিসিবি সভাপতি গণমাধ্যমে বলেন,
“আইসিসি, ফিফা—এগুলো বৈশ্বিক সংস্থা। আমরা তাদের কাছে শুধু কারণগুলো তুলে ধরবো। যখন চ্যাম্পিয়নস ট্রফি হয়েছিল, ভারত পাকিস্তানে যায়নি। পাকিস্তানও গত কয়েকটি বিশ্বকাপে ভারতে যায়নি। আমরাও আশা করছি আইসিসির কাছ থেকে একটি সঠিক ও ন্যায্য সিদ্ধান্ত পাবো।”

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!