নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হবে আগামী ১৭ই মে- ২০২৫ রোজ শনিবার।
সম্মেলনে দুটি পদে (সভাপতি -সাধারণ সম্পাদক) এবং উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪৯৭টি।
দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হলেন যারা - সভাপতি প্রার্থী ও প্রতীক- আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি'র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ মাছুম চৌধুরী( ছাতা প্রতীক),আটপাড়া যুব দলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি'র সাবেক নির্বাচিত সভাপতি মোঃ খাইরুল কবির তালুকদার( চেয়ার প্রতীক ) ।
সাধারণ সম্পাদক প্রার্থী ও প্রতীক- আটপাড়া উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম সাধারণ রফিকুল ইসলাম রফিক(মাছ প্রতীক), বর্তমান সদস্য সচিব খসরু আহাম্মদ (তালা প্রতীক), উপজেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মুর্শেদ হাবিব ভূঁইয়া জুয়েল (ফুটবল প্রতীক )।
সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে সভাপতি প্রার্থী মাসুম চৌধুরী বলেন, সকল প্রস্তুতি সম্পন্ন, দীর্ঘ ১৭ বছর সম্মেলন হতে যাচ্ছে এতেই আমরা সকলে খুশি,আশা করি নির্বাচন সুষ্ঠু হবে। জয় পরাজয় সকলে মেনে নিবে।
সাধারন সম্পাদক প্রার্থী মুর্শেদ হাবিব ভূঁইয়া জুয়েল বলেন,১৭ বছর যাবত নির্যাতিত ছিলাম আওয়ামীলীগ ও পুলিশলীগ দ্বারা শুধু বি এন পি করার জন্য। দলের পিছনে অনেক রক্ত,ঘাম,জড়িয়েছি,মামলা হামলার স্বীকার হয়েছি।আশা করি আসন্ন নির্বাচনে আমার দলের ভাই ভোটাররা আমাকে নির্বাচিত করবে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত