রাজধানীতে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করার দাবিতে ফ্যাসিবাদবিরোধী গণসমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (৯ মে) দুপুর ২টা ৪০ মিনিটে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হয়।
দুপুর থেকেই ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে যোগ দেন। রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকরা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে সমাবেশে অংশ নিচ্ছেন।
গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়, এবং দলটির প্রধান শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালান। এরপর থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদী কার্যকলাপের অভিযোগ ওঠে এবং তাদের বিচার দাবিতে ছাত্র-জনতা সোচ্চার হয়েছে।
বুধবার রাতে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জোরদার হয়, এরপর শুক্রবার জুমার পর বড় সমাবেশের ঘোষণা দেন এনসিপির হাসনাত আবদুল্লাহ।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত