আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক নিষেধাজ্ঞার দাবি নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘জুলাই ঐক্য’ নামের একটি নতুন জোট। দলটির নেতারা দাবি করেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের যে কোনো উদ্যোগ দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে বড় অন্তরায় হয়ে দাঁড়াবে।
মঙ্গলবার (৬ মে) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। লিখিত বক্তব্য পাঠ করেন জোটের অন্যতম সংগঠক ও ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ।
তিনি বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানে ২ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং প্রায় ৩১ হাজার আহত ও পঙ্গু হয়েছেন। রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় ক্যাডারদের মাধ্যমে সংঘটিত এই সহিংসতা আন্তর্জাতিক মহলে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।”
মুসাদ্দেক অভিযোগ করেন, কিছু রাজনৈতিক ও বেসরকারি মহল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, যা তিনি শহীদ ও আহতদের আত্মত্যাগের অবমাননা হিসেবে উল্লেখ করেন।
জোটের মূল দাবি হিসেবে তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং ‘চব্বিশের গণহত্যা’, শাপলা চত্বর ও পিলখানা ট্র্যাজেডি, গুম, খুন ও দুর্নীতিসহ বিগত ১৫ বছরে সংঘটিত সকল অপরাধের বিচার নিশ্চিত করতে হবে।”
সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে আগামী ৭ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়, যেখানে মূল দাবি হিসেবে থাকবে জুলাই বিপ্লব অংশগ্রহণকারীদের সাংবিধানিক নিরাপত্তা এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা।
‘জুলাই ঐক্য’ জোটে অংশগ্রহণকারী ৩৫টি সংগঠন হলো:
১. আপ বাংলাদেশ
২. ইনকিলাব মঞ্চ
৩. জুলাই রেভ্যুলেশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স
৪. জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)
৫. বিপ্লবী ছাত্র পরিষদ
৬. অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন
৭. প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব)
৮. স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি (এসএডি)
৯. প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুসাব)
১০. রক্তিম জুলাই
১১. সোচ্চার ঢাবি
১২. নিরাপদ বাংলাদেশ চাই
১৩. একতার বাংলাদেশ
১৪. ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম চাই
১৫. এইচআরএসএস
১৬. জুলাই বিগ্রেড
১৭. স্টুডেন্ট রাইটস ওয়াচ
১৮. আজাদ ফিলিস্তিন
১৯. জুলাই বিপ্লব পরিষদ
২০. স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন
২১. আমাদের মোহাম্মদপুর
২২. জাস্টিস ফর অল
২৩. রেড অ্যালায়েন্স
২৪. ছাত্র নাগরিক ঐক্য
২৫. ইউথ ফর পিস
২৬. ঢাকা মুভমেন্ট
২৭. ধানমন্ডি অ্যালায়েন্স
২৮. কমিউনিটি অ্যালায়েন্স
২৯. জুলাইয়ের প্রেরণা
৩০. মুক্তির আন্দোলন
৩১. ফ্যাসিস্টবিরোধী আন্দোলন
৩২. জনতার ঐক্য
৩৩. আগামীর বাংলাদেশ
৩৪. জুলাই মঞ্চ
৩৫. পিপলস অ্যাকটিভিস্ট কোয়ালিশন (প্যাক)
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত