নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল থেকে ১১টি আগ্নেয়াস্ত্রসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সংস্থাটি জানিয়েছে, স্থানীয় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব অস্ত্র নিজেদের কাছে রেখেছিলেন তারা।
র্যাবের দাবি, অস্ত্রগুলো পার্শ্ববর্তী দেশ থেকে নদীপথে আনা হয়েছিল। এছাড়া কক্সবাজারের মহেশখালী থেকেও তারা অস্ত্র সংগ্রহ করত।
রায়পুরা থানার সায়েদাবাদ এলাকায় শুক্রবার রাতভর পরিচালিত সাঁড়াশি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শফিক মিয়া (৩২), মো. মোস্তফা (৩৮), আয়নাল (৩৮), মহিউদ্দিন হৃদয় (২২), মো. বাচ্চু মিয়া (৬২), কালু মিয়া (৬৯), মো. বাছেদ (৪০) এবং ১৭ বছর বয়সী এক কিশোর।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি বিদেশি পিস্তল, ৫টি একনলা বন্দুক, ১টি দোনলা বন্দুক, ২টি এলজি ও ১টি পাইপগান। এছাড়া ৩টি ম্যাগাজিন ও ৩৫ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।