মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া মধ্যমকান্দি গ্রামে লিটন মিয়া নামে এক কৃষকের গোয়ালঘর থেকে রাতের আঁধারে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮–৯ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ওই কৃষক।
সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া মধ্যমকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর ধারণা, চোরেরা সড়কপথে ট্রাকে করে গরুগুলো নিয়ে গেছে।
ভুক্তভোগী লিটন মিয়া বলেন, “রাতের আঁধারে আমার গোয়ালঘর থেকে ৮টি গরু চুরি হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে দেখি একটি গরুও নেই। চুরি যাওয়া গরুগুলোর মধ্যে ৩টি গাভি, ২টি ষাঁড় ও ৩টি বাছুর ছিল। ষাঁড়গুলো আসন্ন কোরবানির ঈদে বিক্রির জন্য দীর্ঘদিন ধরে লালন-পালন করছিলাম। সব মিলিয়ে বাজারমূল্য আনুমানিক ৮–৯ লাখ টাকা। এক রাতেই আমার গোটা পরিবার নিঃস্ব হয়ে গেল।”
এ বিষয়ে বাউশিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসমত আলী তাঁতী বলেন, “অভাব-অনটনের সংসারে এই গরুগুলোই ছিল লিটন মিয়ার একমাত্র জীবিকার মাধ্যম। গাভীর দুধ বিক্রি করেই সংসার চলতো। এক রাতেই সব হারিয়ে পরিবারটি এখন চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে।”
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, “ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রসঙ্গত, সম্প্রতি গজারিয়া উপজেলায় গরু চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়েছে। এ অবস্থায় সংঘবদ্ধ ডাকাত চক্রের অপতৎপরতা ঠেকাতে গ্রামে গ্রামে রাতের পাহারা বসিয়েছে স্থানীয় বাসিন্দারা।