সরকার ও সেনাবাহিনী একসঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উল-দৌলা। ২৬ মে সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সরকার ও সেনাবাহিনী পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
সংবেদনশীল করিডর ইস্যু
চলমান করিডর আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐকমত্যে রয়েছে। তিনি স্পষ্ট করেন, করিডর এবং বর্ডারে আরসা’র মুভমেন্ট দুটি আলাদা বিষয়।
কেএনএফ ও সীমান্ত পরিস্থিতি
ব্রিগেডিয়ার জেনারেল জানান, পার্বত্য চট্টগ্রামভিত্তিক সন্ত্রাসী সংগঠন কেএনএফ-এর জন্য ৩০ হাজার ইউনিফর্ম সরবরাহের তথ্য তদন্তাধীন রয়েছে।
সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আমরা কখনো বর্ডার কম্প্রোমাইজ করব না।” রাখাইন রাজ্যের বড় অংশ এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় সীমান্ত পরিস্থিতি জটিল ও সংবেদনশীল, তবে সেনাবাহিনী সতর্ক রয়েছে।
নিরাপত্তা নিশ্চিতকরণে যৌথ নজরদারি
তিনি আরও জানান, সীমান্তে বিজিবি ও সেনাবাহিনী যৌথভাবে নিরাপত্তা রক্ষা করছে, যাতে দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত